খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের দাম কমবে: খাদ্যমন্ত্রী

খোলা বাজারে বিক্রি এবং খাদ্য বান্ধব কর্মসূচি চালু হওয়ায় বাজারে চালের দাম কমবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আজিমপুরে ছাপড়া মসজিদ প্রাঙ্গণে এই দুই কর্মসূচি উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ওএমএস ও খাদ্য বান্ধব কর্মসূচিতে প্রতি মাসে তিন লাখ টন চাল বরাদ্দ দেয়া হবে। বর্তমানে প্রায় বিশ লাখ টন খাদ্য শস্য মজুত আছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আরও গম এবং চাল আমদানি করা হবে। দেশে চালের কোনো সঙ্কট নেই।

খাদ্যমন্ত্রী বলেন আরও বলেন, কেউ অস্বাভাবিক মুনাফা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সরু চাল যাতে অবাধ আমদানি হয় সে জন্য সরকার ট্যাক্স কমিয়েছে। খুব শিগগিরই বিপুল পরিমাণ চাল আমদানি হবে। এ সময় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।