ইউরোপে চলমান জ্বালানি সংকটের জন্য তারা নিজেরাই দায়ী: এরদোগান

ইউরোপে চলমান জ্বালানি সংকটের জন্য তারা নিজেরাই দায়ী। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্সের।

রাশিয়ার জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয়ায় অঞ্চলটিতে সংকট চরমে পৌঁছানোর পরিপ্রেক্ষিতে এ কথা বলেছেন তিনি। মস্কোর বিরুদ্ধে একতরফা কঠোর পদক্ষেপের ফলাফল বলেও দাবি তার। সংকট আরও তীব্র হবে বলেও শঙ্কা এ নেতার।

আসন্ন শীতে চরম সংকটে পড়বে গোটা ইউরোপ। এমন কথা উল্লেখ করে এরদোগান বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু এটাও সত্য যে, তারা তাদের কর্মফল ভোগ করছে। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করার কারণেই পুতিন আজ কঠোর এই অবস্থানে যেতে বাধ্য হয়েছেন।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে দু’পক্ষের সাথেই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এরদোগান। মস্কোর বিরুদ্ধে যখন ইউরোপীয় দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছিল সেসময় মধ্যস্থতার ওপর বেশি জোর দিয়েছিল আংকারা।