চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন।
রোববার (১৮ সেপ্টেম্বর) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনা নিয়ে একটি বিবৃতিতে স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়, গুইঝো প্রদেশের একটি গ্রামের হাইওয়েতে বাসটি উলটে যায়। দুর্ঘটনায় সময় বাসটিতে ৪৭ জন যাত্রী ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি একটি দুর্গম ও দরিদ্র অঞ্চল।
গত জুনে গুইঝো প্রদেশে একটি দ্রুতগতির ট্রেন লাইনচ্যুত হওয়ার পর একজন চালক নিহত হন। গত মার্চে চীনে পাহাড়ী এলাকায় প্লেন বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত হন।
সূত্র: এনডিটিভি