তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম পেলে আইনগত ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী

সারা দেশে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা ইতো মধ্যেই প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো অমুক্তিযোদ্ধার নাম থাকলে আর তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ দিলে তা তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা শহরের বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের সময় এসব কথা বলেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল হাই, ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মনিরা বেগম, পুলিশ সুপার (এসপি) আশিকুর রহমান, মুক্তিযোদ্ধসহ নানা শ্রেণী-পেশার মানুষ।

মোজাম্মেল হক বলেন, তালিকা প্রকাশের পর বীর মুক্তিযোদ্ধারা তাদের পরিচয়পত্র পেতে শুরু করেছে।

উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন মুক্তিযুদ্ধবিষযক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।