ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুই ছাত্র সংঘটনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাতে অন্তত ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে রক্তাক্ত ২ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করার কথা ছিল ছাত্রদলের নবগঠিত কমিটির। খবর পেয়ে আগ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে অবস্থান নেন ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে ছাত্রদল তাদের ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত স্থগিত করে। আর তাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক সমালোচনা হজম করতে হয় ছাত্রদলকে।
এরপর মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে প্রবেশের প্রস্তুতি নেয় ছাত্রদল। এদিন বিকেল ৪টায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করার কথা ছিল। দুদিন আগেই তারা ভিসির কাছ থেকে সময় নেন।
বিপরীতে ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিতে ছাত্রলীগও অটল। মঙ্গলবার ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল প্রবেশ করলে তাতে দুই ছাত্র সংঘটনের মধ্যে সংঘর্ষ হয়।