রাশিয়ার রাজধানী মস্কো ও সীমান্তবর্তী আরেকটি শহরে হামলার চেষ্টা করেছিল ইউক্রেন। আর এই হামলা নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে রুশ গোয়েন্দারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ গোয়েন্দা সংস্থা রাশিয়াস ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) দুটি বিবৃতিতে জানায়, মস্কো অঞ্চলে একটি বহনযোগ্য ক্ষেপণাস্ত্র লঞ্চার ব্যবহারের প্রস্তুতির সময় সন্দেহভাজন একজন ইউক্রেনীয়কে গ্রেফতার করা হয়েছে। এদিকে ব্রায়ানস্কে একটি ট্রান্সপোর্ট-লজিস্টিক হাবে বিস্ফোরক দিয়ে হামলার চেষ্টার অভিযোগে আরেক ইউক্রেনীয়কে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার (৮ অক্টোবর) ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের একমাত্র সেতু কার্চ ব্রিজে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণের জন্য ইউক্রেনকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই ইউক্রেনে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
এদিকে ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আটজনকে আটক করেছে রুশ গোয়েন্দারা। রুশ গোয়েন্দা সংস্থা রাশিয়াস ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) জানায়, আটকদের মধ্যে পাঁচজন রুশ ও বাকিরা ইউক্রেন ও আর্মেনিয়ার নাগরিক।
সূত্র: এএফপি