
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, বিএনপি যে এজেন্ডা নিয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেবে না। কারণ এই বিএনপির কাজই হচ্ছে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশটাকে হত্যা, জঙ্গিবাদের দেশে পরিণত করা। বিএনপির অতীত ইতিহাস বলে ,তাদের আমলে দেশটাকে তারা হত্যা, জঙ্গিবাদ, দূর্ণীতিবাজদের রাষ্ট্রে পরিণত করেছিল।
তিনি বলেন, শেখ হাসিনা আজ ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, বয়স্কদের ভাতা দিচ্ছেন, বিধবা ও স্বামী পরিত্যক্তাদের ভাতা দিচ্ছেন, প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছেন, বছরের শুরুতে নতুন বই দিচ্ছেন, পদ্মা সেতু সহ বড় বড় মেগা প্রকল্প করে বাঙালির সক্ষমতার দৃষ্টান্ত স্থাপন করেছেন বিশ্বে। এই আওয়ামী লীগের নেতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যিনি কখনো কারো কাছে মাথানত করে নি, আর এখন নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা। যিনি বাবার মতো সকল ষড়যন্ত্র, সকল অপশক্তিকে মোকাবেলা করে মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করে আজকে বাংলাদেশেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন।
বুধবার ( ১২ অক্টোবর) বাগেরহাট জেলা শ্রমিক লীগ আয়োজিত ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন।
এস এম কামাল বলেন, শুধু বাগেরহাট খুলনা অঞ্চল নয় পদ্মার এপারে আমরা কোথাও বিএনপিকে মাঠে নামতে দেব না। সভা- সমাবেশের নামে তাদের নৈরাজ্য করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, বিএনপি আজ বিদ্যুৎ নিয়ে সমালোচনা করে অথচ তাদের আমলে দেশে সব থেকে বেশি বিদ্যুৎ ঘাটতি ছিল। আগামীতে দেশের জনগণ শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করবেন বলে আমরা বিশ্বাস করি।
বাগেরহাট জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খান আবু বকর সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক, সম্মানিত অতিথি শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন, সাধারণ বীর মুক্তিযোদ্ধা সম্পাদক ভূইয়া হেমায়েত উদ্দিন, বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামাল সোহাগ।










