২৯ অক্টোবর দেশে ফিরবেন রওশন এরশাদ

দীর্ঘ এক বছর চিকিৎসা শেষে চলতি মাসের ২৯ তারিখ দেশে ফিরবেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ৩০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে যোগ দেবেন এই রাজনীতিবিদ।

রওশন এরশাদ ঘোষিত জাপার সম্মেলনে প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশীদ জানান, ম্যাডাম আগামী ২৯ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। দেশে আসার পর সংসদ অধিবেশনে যোগ দিবেন।

গত বছরের ৫ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে উন্নত চিকিৎসার জন্য রওশন এরশাদকে থাইল্যান্ডে নেওয়া হয়। চলতি বছরের জুন মাসে ২৭ তারিখে দেশে আসেন। কয়েকদিন দেশে অবস্থান করে আবার ফিরে যান।

জানা গেছে, রওশন এরশাদ গতবার দেশে এলে তার সঙ্গে হাসপাতালে একজন নার্সও আসেন। তখন তিনি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ছিলেন। তবে, এবার দেশে ফিরে গুলশানে নিজ বাসভবন থাকবেন। সেখান থেকে নিজের অনুসারীদের নিয়ে ২৯ নভেম্বর জাতীয় পার্টির সম্মেলনে করবেন।