পাচারকৃত অর্থ ফেরত আনার অগ্রগতি প্রতিবেদন দিতে সময় বেঁধে দিলো হাইকোর্ট

পাচারকৃত অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) অগ্রগতি প্রতিবেদন দিতে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে পাচার করা অর্থ উদ্ধারের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য প্রমাণ ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা গ্রহণের জন্য ১০টি দেশের সঙ্গে এমএলএ চুক্তির পাশাপাশি দ্বিপাক্ষিক চুক্তি করতে আবারও তিন মাসের সময় দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৬ অক্টোবর) সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চ বিএফআইইউকে এ সময় নির্ধারণ করে দেন। এই সময়ের মধ্যে অর্থ ফেরতে এমএলএ চুক্তির বাইরে দ্বিপাক্ষিক চুক্তির বিষয় প্রতিবেদনে উল্লেখ করতে হবে বলেও নির্দেশ দেন আদালত।

এর আগে এদিন অর্থপাচার রোধ ও ফিরিয়ে আনতে একটি রিসার্চ সেল গঠন প্রক্রিয়া চলমান আছে বলে প্রতিবেদন আকারে হাইকোর্টকে জানিয়েছে বিএফআইইউ। অর্থ পাচারের তথ্য উদ্ধার করতে যুক্তরাষ্ট্র, কানাডা, সিঙ্গাপুরসহ ১০টি দেশের সাথে এমএলএ চুক্তি স্বাক্ষর করতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলেও জানায় সংস্থাটি।