ফখরুল ও আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে: ডিবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ।

ডিবি প্রধান জানান, বুধবার (৭ ডিসেম্বর) রাতে বিএনপি কার্যালয়ের ভেতর থেকে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এছাড়া শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির সমাবেশ ঘিরে কোনো নাশকতার পরিকল্পনা রয়েছে কি-না, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নিয়ে আসা হয়েছে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে জানিয়ে হারুন-অর-রশীদ বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

এর আগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে বিএনপি।

বুধবার (৭ ডিসেম্বর) নয়া পল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিকেল থেকে রাত পর্যন্ত বিএনপি কার্যালয়ে তল্লাশি চালিয়ে ককটেল ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ।