পুলিশের ৫ কর্মকর্তা অবসরে

চাকরির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় পুলিশের পাঁচ কর্মকর্তা অবসরে গেলেন। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার এই কর্মকর্তাদের অবসর দিয়ে প্র্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী ৫৯ বছর পূর্ণ হওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসর প্রদান করা হলো। তারা অবসর ও অবসরোত্তর ছুঁটি পাবেন।

অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন—টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহসিনুল হক, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. হুমায়ুন কবীর, স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটেলিয়ন-২ অতিরিক্ত পুলিশ সুপার মো. আফতাব উদ্দিন, টাঙ্গাইল পুলিশ টেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মো. আইন উদ্দিন মিয়া এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইলিয়াস হোসেন।