আজ আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা

আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আহ্বান করা হয়েছে। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলের আগে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির (কার্যনির্বাহী সংসদ) এটাই হবে শেষ সভা।

এ সভায় সম্মেলন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি সম্মেলনের উপস্থাপনের জন্য বিভিন্ন বিষয়ে সিন্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার সভা মুলতবি করে পরের দিন শুক্রবারও অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।