স্মার্ট বাংলাদেশ গড়তে সবার আগে শিক্ষাকে স্মার্ট করতে হবে: শিক্ষামন্ত্রী

সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে। এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পালা। আর এজন্য শিক্ষাকে সবার আগে স্মার্ট করার তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, সরকার এখন ডিজিটাল বাংলাদেশ গড়তে সক্ষম হয়েছে। এবার আমাদের শিক্ষা, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সরকার ব্যবস্থা স্মার্ট হবে। এ সবকিছুর মধ্য দিয়েই আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হবো।