প্রথমবারের মতো মাকিভকা হামলায় ৮৯ সেনার মৃত্যুর কথা স্বীকার করলো রাশিয়া। একইসাথে জানিয়েছে, মোবাইল ফোন নিষিদ্ধ করার পরও গোপনে সেটি ব্যবহার করায় এই করুণ পরিণতি। খবর রয়টার্সের।
দেশটির সামরিক বাহিনীর বিবৃতি অনুসারে, মোবাইল ফোনের ফ্রিকোয়েন্সি অনুসরণের মাধ্যমে সেনাদের অবস্থান শনাক্ত করেছে ইউক্রেনীয় বহর। নববর্ষের প্রথমদিনই অঞ্চলটির ভেকেশনাল কলেজে মধ্যরাতে চালানো হয় হামলা। যুক্তরাষ্ট্রের দেয়া হাইমার্স সিস্টেম থেকে ছুড়া হয় ৬টি রকেট। ঘটনাস্থলেই প্রাণ হারান রেজিমেন্টের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল বাশুরিন। এ নিয়ে তদন্ত চালাচ্ছে রুশ প্রতিরক্ষা দফতরের একটি দল।
বিবৃতিতে আরও জানানো হয়, নিরাপত্তা রক্ষায় ব্যর্থদের শনাক্তের পর দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। ভবিষ্যতে কীভাবে এমন হামলা এড়ানো যায়, সেটিও খতিয়ে দেখছে রুশ কর্তৃপক্ষ। এদিকে, ইউক্রেনের দাবি- ওই হামলায় প্রাণ হারিয়েছেন ৪০০ এর বেশি রুশ সেনা। আর আহত হয়েছেন ৩০০।