সমগ্র জাতি আবার অন্ধকারে নিমজ্জিত: মির্জা ফখরুল

সমগ্র জাতি আবার অন্ধকারে নিমজ্জিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, আওয়ামী লীগের একদলীয় শাসন প্রতিষ্ঠার চক্রান্তের বিরুদ্ধে মানুষ আবার জেগে উঠেছে। সকলকে সংগঠিত করে অতি দ্রুত গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সাংবাদিককের তিনি এসব বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জিয়া ক্ষনজন্মা মানুষ ছিলেন। স্বাধীনতা যুদ্ধে নিজে নেতৃত্ব দিয়েছেন। জাতি যখন নেতৃত্ব শূন্য ছিল, তখন জিয়া সাসনে এগিয়ে আসে। নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তখন। বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। দেশের সমৃদ্ধি ও উন্নয়নের ভিত্তি রচনা করেছিলেন।