বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে পথ হারিয়ে নীরব পদযাত্রায় নেমেছে: কাদের

বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে পথ হারিয়ে নীরব পদযাত্রা কর্মসূচিতে নেমেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন কিনি। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি ভোটে হারার শঙ্কায় রয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি আন্দোলনের টার্গেট ফেল করেছে। তারা ডিসেম্বর মাসের ১০ তারিখে সরকার পতনের টার্গেট নিয়ে নেমেছিল। কতকিছু দেখলাম, লাল কার্ড, গণঅভ্যুত্থান। ডিসেম্বরের ৩১ তারিখ, এরপর ১১ জানুয়ারি, সবশেষে আমরা ৪ ফেব্রুয়ারিও দেখলাম।

তিনি বলেন, তারা (বিএনপি) যে টার্গেট নিয়ে আন্দোলন শুরু করেছিল, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতন। গণঅভ্যুত্থানে জনগণের অংশগ্রহণ ছাড়া গণবিস্ফোরণ কী করে হয়, যেখানে জনগণই নেই। যে আন্দোলন সেটা তাদের নেতাকর্মীদের আন্দোলন। তাদের আন্দোলনে জনসম্পৃক্ততা হয়নি বলে তারা পথ হারিয়ে নীরব পদযাত্রায় নেমে এসেছে।