বাংলাদেশে বিদেশি কূটনীতিকের সফর প্রসঙ্গে দেওয়া বক্তব্য ‘টুইস্ট’ করা হয়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশি কূটনীতিকরা বারবার দেশে সফরে আসার বিষয়ে সাংবাদিকদের বলেছিলাম, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। বিদেশি কূটনীতিকরা এসেছেন আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করতে।
কিন্তু সাংবাদিকরা আমার বক্তব্য ভিন্নভাবে লিখেছেন, ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে বিদেশি কূটনীতিকরা সফরে এসেছেন। পাঠকপ্রিয়তা পেতে তথ্য যাচাই না করে এ বক্তব্য সবাই ‘টুইস্ট’করেছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে প্রাণিসম্পদ খাত: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সত্য তথ্য প্রকাশ করলে জাতি উপকৃত হবে।
গণমাধ্যম ছাড়া চলা সম্ভব নয়। তাই সংবাদ প্রকাশে সাংবাদিকদের আরও সচেতন হতে হবে।
তিনি বলেন, আমরা মিথেন গ্যাস কমানোর সিদ্ধান্ত নিয়েছি। ২০২৫ সালের মধ্যে আমরা এসডিজিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো। এছাড়া দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত অনেক অবদান রাখছে। এ বিষয়টি মানুষকে জানাতে হবে। যাতে এ খাতে বিনিয়োগে মানুষ আরও উৎসাহী হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার।