বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় মা-মেয়েসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলার শাজাহানপুর উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাবতলীর কদমতলীর বাসিন্দা অটোরিকশাচালক হযরত আলী (৩৫), অটোরিকশার যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর দিরাজতুল্লাহর ছেলে কাপড় ব্যবসায়ী গোলাম রব্বানী বাদশা (৫৫), গাবতলী উপজেলার কালাইহাটা এলাকার আব্দুল করিমের স্ত্রী সাহানা আকতার (৩০) ও তার মেয়ে কেয়ামনি (৮)। নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এএসআই আব্বাস আলী জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়া শহর থেকে যাত্রী নিয়ে ধুনট উপজেলায় যাচ্ছিল। পথে সুজাবাদ দহপাড়া এলাকায় রাস্তার ডানে মোড় নেওয়ার সময় দুর্ঘটনা ঘটে। বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এক শিশুকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পর মারা যায়।
এদিকে দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন বাসে আগুন ধরিয়ে দেন। এতে বাসটির পেছনের অংশ পুড়ে যায়।