বর্তমানে বিশ্ব এক ভয়াবহ সময় অতিবাহিত করছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
তিনি বলেন, আমরা চাই, পবিত্র রমজান মাসে সবার শুভ বুদ্ধির উদয় হোক। আমরা যেনো এই পৃথিবীতে শান্তিপূর্ণসহ অবস্থান করতে পারি।
রোববার (০২ এপ্রিল) বিকেলে রেডিসন হোটেলে জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, একটি আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের ২ শত ২২ মিলিয়ন মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারে। এছাড়া, জ্বালানি সংকটে বিশ্ব অথনীতি এখন হুমকির মুখে। আমাদের প্রত্যাশা, মহান আল্লাহ যেন- পবিত্র রমজানের পূর্ণ নিয়ামতে বিশ্বে শান্তিময় পরিস্থিতি বজায় রাখেন।
ইফতারে অংশ নেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান ও মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, মেজর (অব.) মান্নান, আ স ম আব্দুর রব, রাশেদ খান মেনন এমপি, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ জাতীয় পার্টির কেন্দ্রীয় ও নগর নেতারা।
এছাড়া ইফতারে একাধিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা অংশ নিয়েছেন।