আওয়ামী লীগ উসকানিমূলক কার্মকাণ্ড করে বিএনপিকেও অন্য ধরনের কার্যক্রমে জড়াতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৮ এপ্রিল) রাজধানীর লেডিস ক্লাবে বিএনপিপন্থি প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে ভীতু আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা কাওয়ার্ড (কাপুরুষ) সরকার। এ জন্যই তারা জনগণকে ভয় পায়। তারা জনগণকে দাঁড়াতে দেয় না। কথা বলতে দেয় না। আজকে দেশকে কোন পর্যায়ে নিয়ে গেছে এ সরকার।’
তিনি বলেন, আজকে (শনিবার) বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু অধিকাংশ জায়গায় কর্মসূচি করতে দেয়নি। এরই মধ্যেই ঢাকায় ৫০ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে। যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। নেত্রকোনায় হামলা করেছে। এভাবে দেশের অন্যান্য জায়গায়ও হামলা করেছে।