আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশের মানুষের ভোটের ওপর বিএনপির আস্থা নেই। বিএনপি জনবিচ্ছিন্ন, তাদের আস্থা শুধু বিদেশিদের ওপর।
আজ (মঙ্গলবার) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কামরাঙ্গীচর থানা আওয়ামী লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
কামরুল ইসলাম বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে ডিজিটাল পদ্ধতিতে অপপ্রচার চালাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। বিএনপি ফাইভ স্টার হোটেলে ইফতার পার্টি করে। অন্যদিকে সরকার জনগণের পাশে দাঁড়িয়েছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি যতই তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখুক, সেটা সম্ভব না। তত্ত্বাবধায়ক সরকার মৃত ইস্যু। এটা বাংলাদেশে আর কখনও ফিরে আসবে না।
নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ষড়যন্ত্র করবেন না। আন্দোলনের হুমকি দেবেন না। যেকোনো আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত আছে। সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা প্রয়োজন সরকার সেটা করবে