বাংলা বর্ষবরণের আয়োজন ঘিরে কোনো ধরনের জঙ্গি হামলার তথ্য পাওয়া যায়নি। এ কথা জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে বর্ষবরণের আয়োজন স্থল রমনা বটমূলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
র্যাব মহাপরিচালক বলেন, পহেলা বৈশাখ ঘিরে কোনো ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য না থাকলেও র্যাব আত্মতুষ্টিতে ভুগছে না। বাংলা বর্ষবরণের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে রাজধানীসহ সারাদেশে সতর্ক থাকবে র্যাব।
তিনি বলেন, প্রস্তুত রাখা হয়েছে ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল ইউনিট। বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা। টিএসসি, শাহবাগ, রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে টহল চেকপোস্ট স্থাপন করা হবে বলেও জানান তিনি।