গণভবনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া সংসদীয় আসন-১ (সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা) আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বৃহত্তর বগুড়া সমিতির সভাপতি এবং বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও শস্যচিত্রে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের মুখপাত্র ও সদস্যসচিব কৃষিবিদ কে এস এম মোস্তাফিজুর রহমান শ্যামল।
এই সময় মোস্তাফিজুর রহমান শ্যামলের সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) ডা: অধ্যাপক নাসির উদ্দিন এমপি।
সাক্ষাৎকালে ন্যাশনাল এগ্রিকেয়ার কর্তৃক বাস্তবায়িত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবি দিয়ে তৈরি বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নেয়া শস্যচিত্রটির ফটোফ্রেম প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়।এ ছাড়াও মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর কৃষি লক্ষ্য অর্জনে এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ন্যাশনাল এগ্রিকেয়ার কর্তৃক উদ্ভাবিত ও বাজারজাতকৃত বিভিন্ন ফসলের প্রায় ১০০ প্রকার বীজ উপহারস্বরূপ প্রদান করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোস্তাফিজুর রহমানের বড়ভাই, অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মরহুম খন্দকার মকবুল হোসেন সম্পর্কে নিবিড়ভাবে আলাপ করেন এবং আন্তরিকতার সহিত তার পরিবারের খোঁজখবর নেন।
কৃষিবিদ মোস্তাফিজুর রহমানের সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশের কৃষির অগ্রগতি দেশ ও বিদেশে বাইরে ছড়িয়ে দেয়ার ব্যাপারে আলোকপাত করেন। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ ও নিবিড় তত্ত্বাবধানে তিনি নির্বাচনী এলাকা বগুড়া-১ আসন (সোনাতলা-সাড়িয়াকান্দি) এবং সমগ্র দেশের কৃষি খাত ও কৃষি বাণিজ্য খাতকে এগিয়ে নেয়ার জন্য তার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শিল্প ও বাণিজ্য খাতকে এগিয়ে নেয়ার জন্য বগুড়া-১ আসন এবং সমগ্র দেশব্যাপী কাজ করার জন্য মোস্তাফিজুর রহমানকে দিকনির্দেশনা প্রদান করেন।
তা ছাড়াও বাংলাদেশের এগ্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির উন্নয়নে কাঁচামাল আমদানির জটিলতাসহ বিদ্যমান অন্যান্য সমস্যা দূরীকরণে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রীর সদয় দিকনির্দেশনা কামনা করেন। এই ব্যাপারে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠিও হস্তান্তর করা হয়।