নির্বাচন নিয়ে কথা বলা দেশগুলোর মুখ ধরা যাচ্ছে না: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশ আমাদের নির্বাচন নিয়ে কথা বলছে। আমরা কিন্তু তাদের মুখ চেপে ধরতে পারছি না। যদি সম্ভব হতো ধরতাম। কিন্তু মুখ চেপে ধরতে পারবো না, পৃথিবীটা এখন উন্মুক্ত। এখন গ্লোবাল ওয়ার্ল্ড।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচনের দিকে শুধু আমরা না সারা বিশ্ব তাকিয়ে আছে।

নির্বাচন কিন্তু অর্থহীন নয়। নির্বাচনের গুরুত্ব রয়েছে সেটি আপনারা পত্রপত্রিকা পড়লে বুঝতে পারেন। আমাদের নির্বাচন নিয়ে আমেরিকার কথা বলছে, যুক্তরাজ্য কথা বলছে, ইউরোপ কথা বলছে, জাপান কথা বলছে এমনকি ইউনাইটেড নেশনও কথা বলছে।

বুধবার (১০ মে) দুপুরে গাজীপুর জেলা শহরের শহীদ আহসান উল্লাহ্ মাস্টার অডিটোরিয়ামে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, গাজীপুরের যে নির্বাচনটা, এটি আমাদের কাছে অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ সামনে জাতীয় সংসদ নির্বাচন হবে। এর আগে এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। এজন্যই গাজীপুরের নির্বাচনটা একটি মডেল হোক। আপনাদের সহযোগিতায় আপনাদের সদিচ্ছার উপর ভিত্তি করে এ নির্বাচন যেন একটা দৃষ্টান্ত বহন করতে পারে। সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন আমরা যেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারি।