বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন,সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও সমন্বিতভাবে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ।আমরা ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করলে ৫টি সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে।
রবিবার ( ২১ মে) দুপুরে ধানমন্ডিতে সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জন্য গঠিত সাংগঠনিক টিমের সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আবুল খায়ের আবদুল্লাহ (খোকন সেরনিয়াবাত) এর মার্কা হলো নৌকা।সে নৌকা মার্কাকে বিজয় করার জন্য আমরা সর্বাত্মক ও সম্মিলিতভাবে আমাদের সকলে ঐক্যবদ্ধ হয়ে কার্যক্রম শুরু করেছি।বিভিন্ন মিডিয়ায় সেগুলো আসতেছে।তারই ধারাবাহিকতায় আমাদের কার্যক্রম কে আরও বেগবান ও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, যেহেতু প্রতিক এখন বরাদ্দ হয়নি সেহেতু আমরা এখন পরিপূর্ণ ভাবে কার্যক্রম শুরু করিনি।নির্বাচন আচরন বিধি যাতে লঙ্গিত না হয় সেদিকে আমাদের নজর রয়েছে।আমাদের দলের নির্বাচন কমিশনের সকল আদেশ মানার মানুষিকতা রয়েছে।
বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচন কে কেন্দ্র করে অপপ্রচার রয়েছে।কেউ কেউ নিজের মনের মাধুরি দিয়ে নিউজ করাচ্ছে। নির্বাচন আচরণবিধি মেনে চলার দল হল বাংলাদেশ আওয়ামী লীগ। নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে প্রচারণা করা যায় না।যেহেতু ২৫ তারিখে প্রতীক বরাদ্দ হবে ২৬ তারিখ থেকে আমরা প্রচারনা শুরু করবো। আপনারা অনেকে অনেকের মতো সংবাদ প্রাচার করেচেন।কেউ বলছে বরিশালে ঐক্যবদ্ধ হচ্ছে। সুবাতাশ বইছে।মোট কথা হলো আমরা এক আছি।আমাদের মাঝে কোন বিভেদ নেই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,কেউ অপকর্ম করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনি আটক কারছে।তার জন্য নির্বাচনে কোন প্রভাব পড়বেনা। একটি ঘটনা ঘটলে এর সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে।বিষয়গুলো এখনও পরিষ্কার নয়।তদন্ত চলছে।তদন্ত শেষ হলে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।এটা নিয়ে কোন ধরনের মতবেধ নেই।
আওয়ামী লীগের এ নেতা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও সুশৃংখল দল হিসেবে শুধু বাংলাদেশ না বিশ্বে ব্যাপক সুনাম অর্জন করেছে। বরিশাল নিয়ে মানুষ যতটা চিন্তা করতেছে এত চিন্তা করার মত কিছু হয়নি।বরিশালের মানুষরা সব সময় ন্যায় এর পক্ষে থাকে।
সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বাংলাদেশ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, , বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আনিসুর রহমান ও মোঃ গোলাম কবীর রাব্বানী চিনু ।
আজকের সভায় বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-কে বিজয়ী করার লক্ষ্যে আগামী ২৬ মে বিকাল ৩টায় এবং ১ জুন বিকাল ৩টায় গৌরনদী পৌরসভা প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্ধিত সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। সভায় আরও উপস্থিত থাকবেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত) সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
২৬ মে শুক্রবার অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায়
বরিশাল মহানগর আওয়ামী লীগের সকল সদস্য, বরিশাল মহানগরের অন্তর্গত সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক,বরিশাল জেলা আওয়ামী লীগের সকল সদস্য,বরিশাল জেলার অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলার অন্তর্গত সকল উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ ও পৌরসভার মেয়রবৃন্দদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
এছাড়া ১ জুন বৃহস্পতিবার, অনুষ্ঠিতব্য বিশেষ বর্ধিত সভায় বরিশাল বিভাগের সকল জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বরিশাল বিভাগের অন্তর্গত সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক (বরিশাল জেলা ব্যতীত),বরিশাল বিভাগের অন্তর্গত সকল জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের (বরিশাল জেলা ব্যতীত) উপস্থিত থাকতে বলা হয়েছে।