নৌকার পক্ষে ভোট চাওয়া জাপার ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) ভাইস চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরীকে পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জাপার দপ্তার সম্পাদক এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, সিলেট সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের পক্ষে কাজ করছেন না ইয়াহইয়া। উল্টো তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে বিভিন্ন জায়গায় ভোট চান। এ ঘটনায় প্রথমে দল থেকে তাকে শোকজ করা হয়। কিন্তু তারপর তিনি একইকাজ চালিয়ে গেলে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে রাজ্জাক বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইয়াহইয়াকে আগে শোকজ করা হয়। কিন্তু তার জবাব সন্তোষজনক না হওয়ায় পার্টির মহাসচিব মুজিবুল চুন্নুর সুপারিশে পার্টি থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।