দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৩ আসনে আলোচনায় যারা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। সারাদেশের মতো চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ জেলা লক্ষ্মীপুরে নির্বাচনী আমেজ শুরু হয়েছে।৪টি আসন নিয়ে গঠিত এ জেলা।৪টি আসনের মধ্যে ২৭৬ (লক্ষ্মীপুর-৩) আসনটি সদর উপজেলার লক্ষ্মীপুর পৌরসভা, বাঙ্গাখাঁ, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চর শাহী, দিঘলী, মান্দারী, লাহারকান্দি, ভবানীগঞ্জ, কুশাখালী ও তেওয়ারীগঞ্জ ইউনিয়ন নিয়ে গঠিত।

বর্তামানে এ আসনে সংসদ সদস্য হিসেবে আছেন সাবেক বেসামরিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রী এ. কে. এম. শাহজাহান কামাল। এর আগে ২০১৪ সালে তিনি  বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।এ আসনে বিএনপির মনোনয়ন পেয়ে থাকেন বিএনপির  প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ৬১৩। এদের মধ্যে নারী ভোটার ১ লাখ ৬২ হাজার ৪০০ জন। পুরুষ ভোটার ১লাখ ৬৮ হাজার ২১৩ জন। এখানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে  ১১৫টি ভোটকেন্দ্রে এ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।তারা হলেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে সাবেক বেসামরিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রী এ. কে. এম. শাহজাহান কামাল,  বিএনপির  প্রার্থী  ধানের শীষ প্রতীকে বিএনপির  প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম, কাঁঠাল প্রতীকে বাংলাদেশ জাতীয় পার্টির নুর মোহাম্মদ, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সেলিম মাহমুদ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে নানা আলোচনা। এ আসনে আলোচনায় আছেন আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাবেক বেসামরিক বিমান প‌রিবহন ও পর্যটন মন্ত্রী এ. কে. এম. শাহজাহান কামাল। তবে ১৯৫০ সালের ১ জানিয়ারী জন্ম নেওয়া এই রাজনীতিবিদের বর্তমান বয়স ৭৩ বছর। শারীরিক অসুস্থতার কারণে তিনি এবার মনোনয়ন নাও পেতে পারেন বলে আলোচনা রয়েছে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়নের আলোচনায় রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু, ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ সাত্তার, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন,  সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী।

অন্যদিকে বিএনপির একক প্রার্থী বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।