দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ৪ আসনে আলোচনায় যারা

চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ জেলা লক্ষ্মীপুর ৪টি আসন নিয়ে গঠিত। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৭৭ (লক্ষ্মীপুর-৪)  আসনটিতে চলছে নির্বাচনী আমেজ।বর্তমানে এ  আসনে সংসদ সদস্য হিসেবে আছেন আওয়ামী লীগ সমর্থিত  বিকল্পধারা বাংলাদেশের আবদুল মান্নান।

লক্ষ্মীপুর-৪ আসনটি কমলনগর উপজেলা এবং রামগতি উপজেলা নিয়ে গঠিত। বিএনপি’র দুর্গ হিসেবে খ্যাত এ আসনে আবারও জয় চায় আওয়ামী লীগ।ক্ষমতায় থাকলেও রামগতি ও কমলনগরে সাংগঠনিকভাবে পাকাপোক্ত নয় আওয়ামী লীগ। নিজেদের রয়েছে অন্তকোন্দল। আর অন্যদিকে বিএনপির লক্ষ্য তাদের হারানো আসন পুনরুদ্ধার করা।এ আসনে একাদশ সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৪২। এর মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৫৭৭ জন পুরুষ ভোটার ও ১ লাখ ৫৩ হাজার ২৬৫ জন মহিলা ভোটার রয়েছেন। রামগতি উপজেলায় ১ লাখ ৬৬ হাজার ৬৬ ও কমলনগরে ১ লাখ ৪৪ হাজার ৭৭৬ ভোটার। মোট কেন্দ্রের সংখ্যা ১১৫ টি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন।তারা হলেন আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, বিএনপি  সমর্থিত  ধানের শীষ প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, বাংলাদেশ জাতীয় পার্টির কাঁঠাল প্রতীকে আবদুর রাজ্জাক চৌধুরী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মই প্রতীকে মিলন কৃষ্ণ মণ্ডল, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) তারা প্রতীকে তানিয়া রব, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. শফিকুল ইসলাম।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হচ্ছে নানা আলোচনা। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন আলোচনায় আছেন বর্তমান সংসদ সদস্য বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। এছাড়াও আলোচনায় আছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি উপকমিটির সাবেক সদস্য ইস্কান্দার মির্জা শামীম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু, যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. আবদুজ্জাহের সাজু।

অন্যদিকে বিএনপির প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজাম এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব  আলোচনায় রয়েছেন।