এসাইনমেন্টের নাম্বার পেতে হলে একটি করে গাছ লাগাতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যাবস্থাপনা ও আইন বিভাগের শিক্ষার্থীদের। তীব্র গরমে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অনুভব করে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে শিক্ষকরা ।
বিভাগটির চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. শারমীন আখতার নেন ‘ল্যান্ড ইউজ অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ল’ কোর্স। এই কোর্সের অ্যাসাইনমেন্টে নম্বর পেতে হলে ঈদুল আজহার মধ্যে একটি করে গাছ লাগাতে হবে শিক্ষার্থীদের। নিজের লাগানো গাছের ছবি তুলে পাঠালেই মিলবে অ্যাসাইনমেন্টের নম্বর।
ড. শারমীন আখতার বলেন, কোর্সের সঙ্গে সম্পর্কিত হওয়ায় শিক্ষার্থীদের পরিবেশের প্রতি সহনশীল হতে ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে এ নির্দেশনা দিয়েছি। পরিবেশের প্রতি শিক্ষার্থীদের মমত্ববোধ জাগ্রত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. সৌরভ ইসলাম বলেন, আমরা জানি বর্তমানে বিশ্বব্যাপী তাপমাত্রার হার কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। সেই দিক বিবেচনায় এই উদ্যোগ নিসন্দেহে প্রশংসার দাবিদার। ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের শ্রদ্ধেয় চেয়ারম্যান ড. শারমিন আক্তার ম্যামের এই উদ্যোগকে স্বাগত জানাই।
তিনি আরও বলেন, আশা করি নিকট ভবিষ্যতে ম্যামের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকরাও এই উদ্যোগ গ্রহণ করবেন এবং এর মাধ্যমে আমাদের পরিবেশ ও সমাজ অনেক বেশি লাভবান হবে।