টানা ১৫ মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। আর রুশ এই আগ্রাসন মোকাবিলায় পূর্ব ইউরোপের এই দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র, জার্মানিসহ মিত্র দেশগুলো।
এমনকি রুশ আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাংকও দিয়েছিল জার্মানি। তবে রাশিয়ার হামলায় ইউক্রেনে ধরাশয়ী হয়েছে জার্মান-নির্মিত এই ট্যাংক।
এমনকি যুক্তরাষ্ট্রের তৈরি বেশ কয়েকটি ব্র্যাডলি ভেহিকেলও ধ্বংস হয়েছে রুশ হামলায়। রাশিয়ার বরাত দিয়ে রোববার (১১ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের আক্রমণ প্রতিহত করার সময় গত ৪৮ ঘণ্টার মধ্যে রুশ বাহিনী কমপক্ষে সাতটি জার্মান-নির্মিত লিওপার্ড ট্যাংক এবং পাঁচটি মার্কিন-নির্মিত ব্র্যাডলি যান ধ্বংস করেছে বলে রোববার জানিয়েছে রাশিয়া। যদিও রাশিয়ান ব্লগাররা জানিয়েছে, ইউক্রেন সংক্ষিপ্তভাবে রুশ প্রতিরক্ষা লাইন ভেদ করতে সক্ষম হয়েছে।