আপনি কিসের মুক্তিযোদ্ধা: মির্জা ফখরুল কে নাছিম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আপনি রাজাকার পিতার সন্তান হয়ে নিজেকে মুক্তিযোদ্ধা হিসাবে দাবি করেন। কি কারনে আপনার কাছ থেকে আমাদের গণতন্ত্রের শিক্ষা নিতে হবে? আপনি জামাত ইসলামের মতিউর রহমান নিজামির মতো যুদ্ধ অপরাধীর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আপনি কিসের মুক্তিযোদ্ধা? আপনি কিসের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করেন?

রবিবার (৯ জুলাই) দুপুরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি জামাত নানা ষড়যন্ত্র করছে। এরা মহান স্বাধীনতায় বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে নানা ষড়যন্ত্র করেছে। এরা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষ নিয়ে এদেশের সাহসী সন্তানদের হত্যা করেছিল। এ বিএনপি জামাত তাদের কর্মকাণ্ডের জন্য দেশের মানুষের হৃদয় থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।দেশের মানুষ এখন এদের ঘৃণার চোখে দেখে।

তিনি আরও বলেন, বিএনপি জামাত বাংলাদেশের মানুষের হৃদয়ের জায়গা করতে পারেনি বলে তারা রাজনৈতিকভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের রাজনৈতিক ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি, কারণ তারা বাংলাদেশকে বিশ্বাস করতে পারে না। তারা স্বাধীন, সার্বভৌম,গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী নয়। এরাই ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির পিতাসহ তার পরিবারের সদস্যদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে।

নাছিম বলেন,বিএনপি জামাত এখন গণতন্ত্রের কথা বলে, মানবিকতার কথা বলে, মানবতার কথা বলে। অথচ এরাই বাংলাদেশের সংবিধানকে পদদলিত করেছে। তারা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিলো।এরা বাঙালির জাগ্রত বিবেকের উপরে কঠিন পাথরের মত জেঁকে বসেছিল। তারা সব সময় বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা চালিয়েছে। এরা ধর্মের নামে অপরাজনীতি শুরু করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জন্য সব অপকর্মই করেছে।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশে ভোটের ও গণতন্ত্রের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তিনি আজ বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে এক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আজ বিশ্ববাসীর কাছে বাংলাদেশ উন্নয়নের এক রোল মডেল। ঠিক এ সময় বিএনপি জামাত দেশের উন্নয়ন অগ্রগতি দেখতে পায় না। তারা দেশকে ধ্বংস হয়ে যাচ্ছে বলে নানা মিথ্যাচার করছে। এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।যেখানে এরা ষড়যন্ত্র করবে সেখানে তাদের প্রতিহত করা হবে।

সন্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বোচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।

জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে আয়োজিত সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ-১ আসনের এমপি তানভীর শাকিল জয়, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্না সহ জেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।