ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করে না রাশিয়া: পুতিন

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা রাশিয়া প্রত্যাখ্যান করে না বলে দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার মতে, আফ্রিকান শান্তি উদ্যোগের পাশাপাশি এ সম্পর্কিত চীনা প্রস্তাবও এর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

শনিবার (২৯ জুলাই) তিনি এই মন্তব্য করেন। রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি ইউক্রেন নিয়ে শান্তি আলোচনার ধারণা প্রত্যাখ্যান করেন না। সেন্ট পিটার্সবার্গে আফ্রিকান নেতাদের সাথে সাক্ষাতের পর তিনি বলেন, আফ্রিকান শান্তি উদ্যোগের পাশাপাশি এ সম্পর্কিত চীনা প্রস্তাবও এর ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, ইউক্রেনের সেনাবাহিনী যখন আক্রমণ চালাচ্ছে তখন যুদ্ধবিরতি বাস্তবায়ন করা কঠিন।

যদিও ইউক্রেন ও রাশিয়া উভয়ই এর আগে বলেছে, কিছু পূর্বশর্ত ছাড়া তারা আলোচনার টেবিলে আসবে না। ইউক্রেন চায় ১৯৯১ সালে তার সীমানা যেমন ছিল সেটাই পুনঃস্থাপিত হোক। তবে ইউক্রেনের এই দাবির গভীরভাবে বিরোধী রাশিয়া।

এর পরিবর্তে মস্কোর যুক্তি, আলোচনার জন্য কিয়েভকে তার দেশের ‘নতুন আঞ্চলিক বাস্তবতা’ মেনে নিতে হবে।

এই পরিস্থিতিতে শনিবার গভীর রাতে সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে তিনি বলেন, ইউক্রেনের ফ্রন্টে আপাতত কঠোর পদক্ষেপ নেওয়ার কোনও পরিকল্পনা তার নেই।

এদিন তিনি ক্রেমলিনের সমালোচনাকারী ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়টির সমর্থনেও কথা বলেছেন। তার দাবি, কিছু লোক ভেতর থেকে রাশিয়ার ক্ষতি করছে।