তারেক রহমান দেশকে অস্থির করার পরিকল্পনা করছে : নানক

১৫ আগস্টের মাস্টারপ্ল্যান করেছিল জিয়াউর রহমান আর ২১ আগস্টের মূল পরিকল্পনাকারী তারেক রহমান। তারেক আবারো দেশকে অস্থির করার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

তিনি বলেন, গত পাঁচ দিন আগে ছয় ছাত্রদল নেতার অস্ত্রসহ আটক হয়েছে— এটা তারই প্রমাণ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শাখা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশে আর কখনো অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন নানক।

তিনি বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে যুক্তরাষ্ট্র সপ্তম নৌ বহর পাঠানোর পরও যে শোচনীয় পরাজয় হয়েছে— তা মেনে নিতে না পেরেই ১৫ আগস্ট ঘটানো হয়েছে। পরাজয়ের পরে হেনরী কিসিঞ্জার ও জিয়াউর রহমানসহ পাকিস্তানি এজেন্টরা মিলে এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে।’

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহার উদ্দিন নাসিম বলেন, ‘তারেক রহমান বিদেশে বসে এত বড় বড় কথা বলেন; পারলে দেশে এসে রাজনীতি করেন। সে সাহস তো আর নেই। তারেক আর কখনো রাজনীতি করবে না বলে দেশ থেকে মুচলেকা দিয়ে পালিয়ে গেছে কিন্তু আবারো সে দেশের রাজনীতিতে বিদেশে বসে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন কিন্তু তাকে আর বাংলার জনগণ এদেশের রাজনীতিতে জায়গা দেবে না।’