যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিলে জনগণের জীবনমানের উন্নতি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) রাজধানীর মহাখালী আমতলী ঈদগাহ মাঠে ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ‘১৫ আগস্টের শহীদদের স্মরণে’ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেনের সঞ্চালনায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
শেখ পরশ বলেন, নৌকায় ভোট দিলে আপনাদের জীবনমানের উন্নতি অব্যাহত থাকবে। একটু যদি পেছনের দিকে তাকান দেখতে পাবেন বিএনপির সময় কি অবস্থা ছিল। আপনাদের আয় কত ছিল? রাস্তাঘাটের কি অবস্থা ছিল? শিক্ষার সুযোগ কি ছিল? চিকিৎসার ব্যবস্থা কি ছিল? সামাজিক নিরাপত্তার অবস্থা কি ছিল?
শেখ হাসিনার পরিকল্পনা এখন উন্নত স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, একটা ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারকে ব্যর্থ প্রমাণের এক পরিকল্পিত নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। নৌকার ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আর এ নীলনকশা বাস্তবায়নে মাঠে নেমেছেন এক-এগারোর কুশীলবরা।
মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে এ দেশের সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। সেই বিএনপি-জামায়াত আবারও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেশের উন্নয়নকে ব্যাহত করতে আগুন সন্ত্রাস শুরু করেছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।
এসময় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, উপ-দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ উপস্থিত ছিলেন।