১৪ দলের সঙ্গে আসন ভাগ আজ-কালের মধ্যেই: ওবায়দুল কাদের

আজ-কালের মধ্যে ১৪ দলের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

গত সোমবার (৪ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতির সঙ্গে ১৪ দল নেতাদের বৈঠকের বিষয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি চূড়ান্তের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৪ দলের সঙ্গে আজ-কালের মধ্যে আসনের বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আজ না হলেও আগামীকাল। সিট শেয়ারিংয়ের বিষয়টা আজ-কালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।

১৪ দলের নেতারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তারা কিছু হয়তো নৌকায় করবে, বাকি প্রার্থীরা তাদের নিজস্ব মার্কায় নির্বাচন করবে।

১৪ দলের নেতাদের কতগুলো আসন দেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের প্রত্যাশা কত? তারা পাবে কত? বাস্তবতা কত এটা মিলিয়ে সিদ্ধান্ত নেব।

জাতীয় পার্টিকে কোনো আসন ছাড়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে।

১৪ দলের নেতারা ঐক্যবদ্ধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের নেতাদের মধ্যে একটা স্পিরিট রাখতে হবে যে নির্বাচনে জিততে হবে। এটা হলো মূল বিষয়।

তিনি বলেন, ১৪ দলে ঐক্যের কোনো ঘাটতি নেই। বাংলাদেশের স্বার্থে, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে সবাই ঐক্যবদ্ধ। আমাদের মূল কথা আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব। সে ব্যাপারে আমরা সবাই একমত।

নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা আমাদের নির্বাচনী কৌশল। এটা তো ওপেনলি আমাদের জোটের চেয়ারম্যান আওয়ামী লীগ সভাপতি বলে দিয়েছেন। একাধিকবার বলেছেন।

আওয়ামী লীগ একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে বিরোধী জোটের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা একতরফা নির্বাচনের বিষয় না। যারা এটা বলে তারা একতরফা বাধা দিচ্ছে। এ যে একতরফা বাধা দিচ্ছে এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।