নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
যেকোনো নাশকতা এবং নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করার সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রংপুরে পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এ কথা বলেন।
নির্বাচন ঘিরে কোনো নাশকতার তথ্য আছে কি না, জানতে চাইলে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, আমরা কোনো শঙ্কা অনুভব করছি না। আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছি। নির্বাচন নিয়ে দেশে এই মুহূর্তে স্বস্তিদায়ক পরিবেশ রয়েছে। তারপরেও আমাদের যে ব্যবস্থা নেওয়া দরকার, সব বিবেচনা করে ব্যবস্থা নেবো, যাতে ভোটাররা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন।