যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম।
বুধবার (০৬ নভেম্বর) গণমাধ্যম পাঠানে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন বার্তা দেওয়া হয়।
অভিনন্দন বার্তায় বাহাউদ্দীন নাছিম বলেন, ডোনাল্ড ট্রাম্প ৪৭ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন মার্কিন প্রেসিডেন্ট বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন বলে আমরা আসা করি।তার নেতৃত্বেই বিশ্বে সকল যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি ফিরে আসবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ বর্তমানে যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে তা পুনরুদ্ধারে নতুন মার্কিন প্রেসিডেন্ট ভুমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে নতুন মার্কিন প্রেসিডেন্ট কিছুদিন আগে তার সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট করে বিভিন্ন দিক তুলে ধরেছিলেন। বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে আর নির্যাতিত না হয় সে বিষয়ে তিনি যথাযথ পদক্ষেপ নিবেন বলে আমরা প্রত্যাশা করছি।
উল্লেখ্য ডেমোক্র্যাট দলের প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসেকে পরাজিত করে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭ তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ৫৩৭ টি ইলেক্টরাল ভোটের মধ্যে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেক্টরাল ভোট।
এর মধ্যে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৯ ও ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস পেয়েছেন ২২৩ টি ইলেক্টরাল ভোট।
ডোনাল্ড ট্রাম্পের জন্ম ১৯৪৬ সালের ১৪ জুন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্সে। তার বাবা নিউইয়র্কের আবাসন ব্যবসায়ী ফ্রেড ট্রাম্প। মা মেরি ট্রাম্প স্কটিশ বংশোদ্ভূত মার্কিন। পাঁচ ভাইবোনের মধ্যে ট্রাম্প চতুর্থ। ছোটবেলা থেকে ট্রাম্প ছিলেন দুরন্ত। স্বভাবে চঞ্চল থাকায় তাঁকে নিউইয়র্ক মিলিটারি অ্যাকাডেমি স্কুলে দেওয়া হয়। ১৯৬৮ সালে ট্রাম্প পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারটন স্কুল থেকে অর্থনীতিতে স্নাতক করেন। পরে বাবার ব্যবসায় যোগ দেন। বাবা ধনী হলেও তাঁর প্রতিষ্ঠানে একেবারে ছোট পদ দিয়ে কাজ শুরু করেন ট্রাম্প। পৈতৃক ব্যবসার সম্প্রসারণ করেন তিনি। ধীরে ধীরে গড়ে তোলেন হোটেল, বহুতল ভবন, গলফ কোর্স, ক্যাসিনো প্রভৃতি ব্যবসা। ২০১৬ সালের ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।
২০১৭ থেকে ২০২০ সাল ৪ বছর ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় তিনি মুদ্রাস্ফীতি কমিয়ে ১.৮ শতাংশ নিয়ে আসেন।এমনকি মহামারীর বছর ২০২০ সালেও এই মুদ্রাস্ফীতি ছিল মাত্র ১.২ শতাংশ। যার ফলে মহামারীর মধ্যে ও জিনিসপত্রের দাম ছিল আমেরিকার জনগণের নাগালের মধ্যে। এছাড়া অবৈধ অভিবাসন বন্ধে ট্রাম্প নানা কার্যকরি পদক্ষেপ নিয়েছিল। ট্রাম্পের চার বছরের মেয়াদকালে নতুন কোন যুদ্ধ আমেরিকা শুরু করেইনি বরং মধ্যপ্রাচ্যে চারখানা শান্তি চুক্তি করেছেন ট্রাম্প ২০২০ সালে। সিরিয়ার আইসিসকে ধ্বংস করে যুদ্ধ শেষ করেছেন ওভাল অফিসে ঢুকার এক বছরের মধ্যেই। তাছাড়া উত্তর কোরিয়ার কিম জং ঊনের সঙ্গেও ছিল ট্রাম্পের দারুণ সুসম্পর্ক। যার ফলে ট্রাম্প আমলে দক্ষিণ কোরিয়া আর জাপান ছিল তুলনামূলকভাবে নিরাপদ অঞ্চল। আবার এই একমাত্র ট্রাম্পের আমলেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নতুন করে কোনো যুদ্ধে জড়ায়নি।তাই মার্কিন নাগরিকদের কাছে ডোনাল্ড ট্রাম্প ছিলো জনপ্রিয়তার শীর্ষে।