আ.লীগের সাবেক এমপি আফজাল গ্রেপ্তার

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক এমপি ও আফজাল সুজের মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ মার্চ) ভোরে মেহেরপুর শহরের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় আশ্রয়দাতা মামুন সু কোম্পানির কর্মচারী মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

মামুন হোসেন আফজাল সু কোম্পানির কর্মচারী ও তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সাবেক এমপি আফজাল হোসেনের অবস্থান শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেসবাহ উদ্দিন বলেন, কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ বিকেল নাগাদ পুলিশের টিমটি মেহেরপুর পৌঁছালে তাদের হাতে সোপর্দ করা হবে।