গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পাশে জিয়াউর রহমান ফাউন্ডেশন

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।

বুধবার (২৬ মার্চ) ময়মনসিংহ জেলার গৌরীপুর, ঈশ্বরগঞ্জ ও নান্দাইল উপজেলায় জুলাই-আগস্টে গণহত্যায় নিহত ১২টি শহীদ পরিবারের নিকট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও সমাবেদনা জ্ঞাপন সম্বলিত পত্র হস্তান্তর করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা: ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে কৃষিবিদ ড. মোহাম্মদ আকিকুল ইসলাম আকিক নেতৃত্বে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার মিল্টন, প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান বাদল, প্রফেসর ড. মোজাম্মেল হক, কৃষিবিদ মো: আতিকুজ্জামান আকন্দ চঞ্চল, কৃষিবিদ মো: আতিকুর রহমান শাহিন ও কৃষিবিদ ড. শাখাওয়াত হোসেন সোহেল প্রমুখ