
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের করেছেন ‘মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড’।
বুধবার (২৬ মার্চ) সকালে মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন এর নেত্রীতে পুষ্পস্তবক অর্পণ ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় অপরাজয় বাংলার সদস্য সচিব এইচ রহমান মিলু সহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও প্রায় ৪০/৪৫ টি জেলা/উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
“মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ডের” প্রচার ও প্রকাশনা সম্পাদকের সূত্রে জানা যায়, শ্রদ্ধা শেষে তারা স্মৃতিসৌধের মুল বেদির সামনে থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ ‘জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেক বার’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’সহ নানা স্লোগান দিয়ে ফটকের দিকে এগিয়ে আসেন পরে স্মৃতিসৌধে দায়িত্বরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে স্লোগানের বিষয়ে প্রশ্ন করেন । স্লোগান দেওয়ার ব্যাপারে পুলিশ ও সাংবাদিকেরা জানতে চাইলে সংগঠনটির কয়েকজন স্লোগান দেওয়ার কথা স্বীকার করেন।
নেতৃবৃন্দ মূল ফটকের দিকে এগিয়ে গেলে মুক্তিযোদ্ধার সন্তানরা মবের স্বীকার হয়। এ সময় মব সৃষ্টিকারীদের উপস্থিত সংবাদকর্মীসহ বেশ কয়েকজন থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে একজন মব করতে আশা ব্যাক্তি কে পিটুনি দেন জনতা। পরে তিনজনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক কমিটির – সাধারণ সম্পাদক সেলিম রেজা, মো. শহিদুল ইসলাম ও আশুলিয়ার সোহেল পারভেজ।
মুক্তিযুদ্ধ সংসদ সন্তান কমান্ড এ অবৈধ গ্রেফতারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত সময় নিঃশর্ত মুক্তির দাবি জানান।