
ঢাকা কলেজ ইতিহাস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো “ঢাকা কলেজ হিস্ট্রি অলিম্পিয়াড ১.০” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২ দিনব্যাপী এই আয়োজনে কলেজের উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৫ মে) অলিম্পিয়াডের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে উচ্চমাধ্যমিক ও স্নাতক বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞাননির্ভর প্রশ্নোত্তর পর্বে উদ্দীপনাময় প্রতিযোগিতা দেখা যায়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের “জাহাব”এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।
সোমবার (১৯ মে) অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে ইতিহাসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা সভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক পারভিন সুলতানা হায়দার।
তিনি বলেন, “জ্ঞানার্জন, সচেতনতা বৃদ্ধি এবং আত্মমর্যাদা অর্জনের জন্য ইতিহাস অধ্যয়ন অপরিহার্য।শিক্ষার্থীরা যত বেশি জ্ঞান অর্জন করবে তাদের দক্ষতা তত বৃদ্ধি পাবে।তারা দেশি বিদেশি নানা প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।
এছাড়াও, ঢাকা কলেজ ইতিহাস ক্লাবের আহ্বায়ক এ.এস.এম সায়েম দেশপ্রেম ও জাতীয় চেতনা বিকাশে ইতিহাস পাঠের গুরুত্ব তুলে ধরেন এবং ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ আলী, ভবিষ্যতে এ ধরনের আরও কার্যক্রম আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
ক্লাবের যুগ্ম সদস্য সচিব মুহাম্মদ আসিফ বলেন, ইতিহাস বার বার পুনরাবৃত্তি হয়, ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে, তাই ইতিহাস জানা আমাদের জন্য অপরিহার্য।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে “সিয়ান পাবলিকেশন্স” ও “সরাইখানা পাবলিকেশন্স”এর পক্ষ থেকে পুরস্কার তুলে দেওয়া হয়। উচ্চমাধ্যমিক পর্যায়ে মানবিক বিভাগের শিক্ষার্থী রুদ্র মাহমুদ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি বিভাগের ইমরান হাসান (২১-২২ সেশন) বিজয়ী হন।