স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (১৮ জুন) রাত ১১টা ৩৫ মিনিটে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ১২টা ১০ মিনিটের দিকে বাসায় পৌঁছান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে ম্যাডামের কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাসায় উনাকে চিকিৎসা প্রদানে বোর্ড সিদ্ধান্ত নেওয়ায় ফিরোজায় ফিরেছেন। বোর্ড আশা করছে যে, বাসায় চিকিৎসাসেবায় উনার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে।

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ফিরোজা থেকে রওনা হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি।

লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হলো। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারগুলো ঠিক আছে কি না, সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

হাসপাতালে নেওয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন।