
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এটাই হয়তো আমার শেষ নির্বাচন, আমি চেষ্টা করেছি এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। সেজন্য আমি ১১ বার জেলে গিয়েছি।
আমরা একটা লক্ষ্য সামনে নিয়ে এগিয়ে যাচ্ছি। তাই দেশে আর কোনো বিভাজন বা ভাগাভাগির রাজনীতি চাই না আমরা।
দেশের অনেক ক্ষতি হয়ে গেছে উল্লেখ করে তিনি আহ্বান জানান, সবাই মিলে সত্যিকার অর্থে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আমরা।
একই সঙ্গে তিনি জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানান, গণভোট (রেফারেন্ডাম) বা পিআর এর মতো দাবি আপাতত বন্ধ রেখে নির্বাচনের পথে যেতে।
বুধবার (১৫ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, প্রতিহিংসা ও বিভেদের রাজনীতি পরিহার করে একটি শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি দাবি আদায়ের জন্য রাস্তায় নামা কিছু প্রতিষ্ঠানকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের দাবিগুলো আপাতত বন্ধ রাখুন, নির্বাচিত সরকার এলে আপনাদের দাবি নিয়ে তখন কথা বলুন। আবার কিছু প্রতিষ্ঠান দাবি আদায়ে রাস্তায় নেমেছে, উদ্দেশ্য ভালো না, তারা নির্বাচন পণ্ড করতে চায়।
তিনি আরও বলেন, আর বিভাজন সৃষ্টি করবেন না। গণভোট হতে হবে, বা পিআর হতে হবে, না হলে ভোট হবে না এগুলো বাদ দেন। দেশের মানুষ একটি নির্বাচন চায়। পিআর দেশের মানুষ বোঝে না। পিআরটা আবার কি? আগে ভোট হোক, তারপর পিআর নিয়ে সংসদে গিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যাবে।
মির্জা ফখরুল জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে আরও বলেন, পিআর নিয়ে মিছিল মিটিং বন্ধ করুন, দয়া করে নির্বাচনটা হতে দেন। বাংলাদেশের মানুষ বাঁচুক। দেশের অস্থিরতা কাটুক। আপনাদের কাছে অনুরোধ, সঠিক সিদ্ধান্ত নিন।









