সোনাইমুড়ী উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কুতুবউদ্দিন সানীকে গণসংবর্ধনা

সৈয়দ মোঃ শহিদুল ইসলাম

সোনাইমুড়ী উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব কুতুবউদ্দিন সানীকে উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে উষ্ণ গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানটি (১ নভেম্বর) শনিবার ২নং নদনা, পূর্ব কালুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
উপজেলা বিএনপি সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, সাবেক পরিকল্পনা সচিব, হেবজুর রহমান, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মাহবুব চেয়ারম্যান, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক, ফখরুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি, তাজুল ইসলাম, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, গোলাম ফারুক, ইউনিয়ন বিএনপি ভারপাপ্ত সাধারণ সম্পাদক, শহিদুল্লা রাজন, উপজেলা যুবদলের সদস্য সচিব সোহাগ, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি, নুর মোঃ মমু, ইউনিয়ন সেচ্চাসেবক দলের আহবায়ক, কারি নুর নবী সোনাইমুড়ী উপজেলা যুবদলের সদস্য, জহির মিজি, ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক। মোস্তফা ড্রাইভার, সাবেক বিএনপি ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক, আব্দুল মাজেদ, সহসভাপতি, তাজুল ইসলাম সহ জেলা উপজেলার অন্যান্য অতিথিবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে বক্তারা কুতুবউদ্দিন সানীর যোগ্যতা ও অভিজ্ঞতার প্রশংসা করে, তারা বলেন। নবনির্বাচিত সদস্য সচিব হিসেবে তিনি দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে অতীতে এবং বর্তমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আমরা তার নেতৃত্বে সোনাইমুড়ী উপজেলা বিএনপিকে আরও গতিশীল এবং জনপ্রিয় সংগঠন হিসেবে গড়ে তুলতে পারব।

কুতুবউদ্দিন সানী তার সংবর্ধনা গ্রহণকালে, তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার জনগণ ও দলীয় নেতাদের আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। আমার লক্ষ্য থাকবে দলের সুস্থ সাংগঠনিক কার্যক্রম চালু রাখা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে রাজনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখা।

এসময় সংবর্ধনা অনুষ্ঠানে, উপস্থিত নেতাকর্মীরা, আনন্দ ও উদ্দীপনায় উদযাপন করেন এবং কুতুবউদ্দিন সানীর দীর্ঘ এবং সফল রাজনৈতিক কর্মকাণ্ড কামনা করেন।