জেডএইচএসবিটিতে ১০ দিনব্যাপী এমএস অফিস কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শরীয়তপুরের জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’-এর উদ্যোগে ১০ দিনব্যাপী “MS Office: Word, Excel and PowerPoint” কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। ৩ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলমান এই কর্মশালার সমাপনী উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. সাহিদুর রহমান খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইমামুনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ উপদেষ্ট্রা সনেট কুমার সাহা।

শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সাবিকুন নাহার, সিএসই বিভাগের প্রভাষক মো. রাফিউল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. মহিউদ্দিন ও প্রভাষক তানভীর আহমেদ, এবং ইইই বিভাগের সহকারী অধ্যাপক সনেট কুমার সাহা।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়। কর্মশালায় ১ম স্থান অধিকার করেন অয়ন রক্ষিত (ব্যাচ ২৭, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং),২য় স্থান অধিকার করেন সীমা আক্তার (ব্যাচ ২৬, ব্যবসায় প্রশাসন) এবং ৩য় স্থান অধিকার করেন আলী হাসান (ব্যাচ ২৮, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং)।

অনুষ্ঠানে বক্তারা বর্তমান যুগে পেশাগত জীবনে মাইক্রোসফট অফিসের দক্ষতার গুরুত্ব তুলে ধরেন এবং এমন সময়োপযোগী আয়োজনের জন্য ‘ক্যারিয়ার অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ক্লাব’-কে ধন্যবাদ জানান। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।