ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (৩০ নভেম্বর) থেকে অনলাইন ক্লাস চালু হচ্ছে।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস পরিচালনা করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ ছাড়া সাম্প্রতিক ভূমিকম্প ও আফটারশকের কারণে ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সম্পর্কিত সিদ্ধান্ত পরবর্তী সময় জানানো হবে।