দ্বিতীয় দিনে আপিলে প্রার্থিতা ফেরত পেলেন ৫৮ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ৭০টি আবেদনে আপিল শুনাতি করা হয়। শুনানি শেষে ৫৮টি আবেদন মঞ্জু করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ এই ৫৮ জন জাতীয় সংসদ নির্বাচনে লড়তে আর কোনো বাধা রইলো না।

এর মধ্যে অপেক্ষমান থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো, মহিউদ্দিনের আপিল আবেদনটি ইসি মঞ্জুর করেছে।

একই দিন সাতটি আবেদন নাকচ ও ছয়টি আবেদন স্থগিত করেছে ইসি।