ভারতের প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

ভারতের প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা

নরেন্দ্র মোদিকে অপমানের অভিযোগে দেশের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন বিজেপি নেতা শালভ মনি ত্রিপাঠি। আগামী ৫ এপ্রিল ওই মামলার শুনানি হবে।

৩০ মার্চ (শুক্রবার) উত্তর প্রদেশের দেওরিয়া জেলা ফাস্ট ট্র্যাক কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় ওই মামলা করা হয়েছে।

উত্তরপ্রদেশের বিজেপি মুখপাত্র শালভ মনি ত্রিপাঠির দাবি, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে  ‘দুর্নীতিগ্রস্ত’ বলে রাহুল গান্ধী বিজেপি কর্মীদের আহত করাসহ গোটা দেশবাসীকে অপমান করেছেন।’

কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হুসেন অবশ্য একে বিশেষ গুরুত্ব না দিয়ে বলেছেন, ‘কংগ্রেস মামলার ভয় পায় না। প্রয়োজনে কংগ্রেস কর্মীরা কারাগারে যেতেও তৈরি আছে। কিন্তু দেশের মানুষের স্বার্থে প্রতিবাদ অব্যাহত থাকবে।’

দিল্লিতে সম্প্রতি কংগ্রেসের ৮৪ তম অধিবেশনের ভাষণে,  কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী  দেশে দুর্নীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  ব্যাংক দুর্নীতি করে বিদেশে পালিয়ে যাওয়া নীরব মোদি এবং সাবেক আইপিএল কর্মকর্তা ললিত মোদির নাম টেনে আনেন। তার বক্তব্য ছিল, ‘মোদি’ পদবী দুর্নীতির সমার্থক হয়ে উঠেছে। এর পরেই এ প্রসঙ্গে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ওই ইস্যুতে এর আগে গত বুধবার উত্তর প্রদেশের লক্ষনৌতে বিজেপি নেতা দিলীপ শ্রীবাস্তব কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। আদালত এ ব্যাপারে আগামী ১০ এপ্রিল আবেদনকারীর বয়ান নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। ওই দিনই দীলিপ শ্রীবাস্তব কংগ্রেস সভাপতি রাহুলের বিরুদ্ধে সাক্ষী-প্রমাণ পেশ করবেন।