কিয়েভ ন্যাটোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘সততা’ চায়: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ ন্যাটোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ‘সততা’ চায়।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্কের ক্ষেত্রে সততা দরকার।

বৃহস্পতিবার (৬ জুলাই) ভিলনিয়াসে পশ্চিমা সামরিক ব্লকের একটি গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আগে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন।

ন্যাটোর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এই জোটের সাহস এবং শক্তি প্রদর্শন করার সময় এসেছে।

রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে দ্রুত পাল্টা আক্রমণ শুরু করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে আবারও অস্ত্র চেয়েছেন তিনি।

এ বিষয়ে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘আমি চেয়েছিলাম আমাদের পাল্টা-আক্রমণ অনেক আগে শুরু হোক। কারণ সবাই বুঝতে পেরেছিল, যদি পাল্টা আক্রমণ দেরি করে শুরু করা হয়, তাহলে আমাদের ভূখণ্ডের একটি বড় অংশে মাইন স্থাপন করা হবে। ’