প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের শৈথিল্যতা বা সমন্বয়হীনতা বরদাশ্ত করা হবেনা- এলজিআরডি প্রতিমন্ত্রী
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের কর্মকান্ডে শৈথিল্যতা ও সমন্বয়হীনতা বরদাশ্ত করা হবেনা বলে জানিয়েছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো: মসিউর রহমান রাঙ্গাঁ।
বৃহস্পতবিার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং এর অধীনস্ত বিভিন্ন সংস্থার প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময় পল্লী জনপদ প্রকল্পের নির্মাণ কাজ দৃশ্যমান করার নির্দেশনা দেন এবং প্রকল্প কাজের স্বচ্ছতা ও অপচয় রোধে ই-টেন্ডারিং ব্যবস্থা বজায় রাখা, ও শূন্য পদ দ্রুত পূরণ এবং সমধর্মী এক বা একাধিক প্রকল্প গ্রহণ না করার ওপর নির্দেশনা দেন।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরুহা সুলতানাসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।